করোনায় আক্রান্ত হয়েছেন শাহরুখ খানের ‘রইস’ সিনেমার অভিনেত্রী মাহিরা খান। ৩৫ বছর বয়সী এই পাকিস্তানি তারকা নিজেই একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন এই খবর। মাহিরা জানিয়েছেন, তিনি আইসোলেশনে আছেন। গত কয়েক দিনে যাঁরা মাহিরার সংস্পর্শে এসেছেন, তাদেরকেও করোনা পরীক্ষা করাতে বলেছেন এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে মাহিরা লেখেন, ‘আমার করোনা পজিটিভ। আমি নিজেকে সবার থেকে আলাদা রাখছি। গত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদেরকে আমি আমার ক

রোনায় আক্রান্তের খবর জানিয়েছি।’
মাহিরা আরও লেখেন, ‘সময়টা খারাপ যাচ্ছে। তবে আমি বিশ্বাস করি, দ্রুত সব ঠিক হয়ে যাবে। আপনারা প্লিজ মাস্ক পরুন। আর অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলুন। এটা আপনাকেও বাঁচাবে, অন্যদেরকেও বাঁচাবে। আমার জন্য দোয়া করুন। আর জানান, এই সময়ে কী কী সিনেমা দেখে ফেলব।’