‘নারীকে তাঁর যথাযথ সম্মান প্রদর্শন করবে’—নিজের চালু করা ইউটিউবের একটি ভিডিও বার্তায় শাকিব খানের শেষ কথাটি এমন ছিল। ‘নবাব এলএলবি’ ছবি নিয়ে কথা বলতে গিয়ে এ কথা বলেন দেশের জনপ্রিয় এই নায়ক।
বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে শাকিব খান, মাহিয়া মাহী ও স্পর্শিয়া অভিনীত ‘নবাব এলএলবি’। এই ছবির মধ্য দিয়েই প্রথমবার শাকিব খানের কোনো ছবি প্রেক্ষাগৃহে মুক্তি না পেয়ে পাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে! এই ছবির মূল কাহিনি আবর্তিত হয়েছে ধর্ষণ ও নারীর অধিকারকে কেন্দ্র করে। এরই প্রচারণার অংশ হিসেবে নিজের চালু করা ইউটিউব চ্যানেল ‘শাকিব খান’ থেকে ৪ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন।
ভিডিও বার্তায় করোনার মধ্যে শুটিং করা তাঁর নতুন ছবিটি দেখতে সবাইকে আহ্বান জানান এই নায়ক। তিনি ফেসবুকে লিখেছেন, ‘বন্ধুরা, তোমরাই শক্তি, তোমরাই সাহস, তোমারই আমার সকল অনুপ্রেরণা। শুধু তোমাদের ভালোবাসার টানে সব প্রতিকূলতা পাশ কাটিয়ে কাজ করে যাচ্ছি। এই করোনায়ও সুরক্ষাবিধি মেনে শুটিং করলাম নতুন একটি সিনেমার। আমাদের সেই প্রয়াস “নবাব এলএলবি” মুক্তি পাচ্ছে ১৬ ডিসেম্বর। আশা করছি, ছবিটি তোমাদের ভালো লাগবে।’
এসকে ফিল্মস নামে শাকিব খানের আরেকটি ইউটিউব চ্যানেল আছে। যেখানে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত বিভিন্ন ছবির গান, বিহাইন্ড দ্য সিন রয়েছে। এর বাইরে নিজের নামে চালু করা ইউটিউবে তাঁর নিজস্ব মতামত, নানা বিষয়ে প্রতিক্রিয়া, শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন, ট্র্যাভেল ভ্লগ প্রকাশ করা হবে বলে জানালেন।

এদিকে গতকাল রোববার সন্ধ্যায় ‘নবাব এলএলবি’ সিনেমার একমাত্র রোমান্টিক গান ‘বিলিভ মি’ মুক্তি পেয়েছে ইউটিউবে। দোলন মৈনাকের সংগীতে গানটির কথা লিখেছেন ছবির পরিচালক অনন্য মামুন। গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও ইমরান। এর আগে মুক্তি পেয়েছে এই ছবির আইটেম গান ‘জাস্ট চিল’। এই গানে শাকিব খানের সঙ্গে অভিনয় পর্দায় দেখা গেছে হৃদি শেখকে। ‘নবাব এলএলবি’ ছবিতে শাকিব খান, মাহিয়া মাহী ছাড়াও অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, শবনম, সুমন আনোয়ার, শাহেদ আলী প্রমুখ।